আমতলী থানার অন্তর্গত বিবেক নগর স্থিত নিউ রাম ঠাকুর সংঘ এলাকায় কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা। রাতের অন্ধকারে চোরের দল মন্দিরের গ্রিলের দরজায় দেওয়া তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে প্রণামী বাক্স ভেঙ্গে প্রায় আট হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। একই সাথে মন্দিরের বিভিন্ন কাশ পিতলের বাসনপত্র সহ অন্যান্য মূল্যবান সরঞ্জাম নিয়ে চম্পট দিয়েছে চোরের দল।