Canning 1, South Twenty Four Parganas | Sep 6, 2025
শনিবার ক্যানিং পোস্ট অফিসে আর্থিক লেনদেন বন্ধ রইল। টাকা তোলা বা ফেলা সংক্রান্ত কাজ না হওয়ায় হতাশ হয়ে বাড়ি ফিরলেন অনেক গ্রাহকই। পোস্ট অফিস সূত্রের খবর, এদিন পোস্ট মাস্টার দিব্যেন্দু মণ্ডল ট্রেনিংয়ের কাজে বারুইপুরের হেড অফিসে চলে যাওয়ার কারণেই এই সমস্যা দেখা দেয়। গ্রাহকদের অভিযোগ, এদিন আর্থিক লেনদেন যে সম্পূর্ণ বন্ধ থাকবে তা আগে থেকে জানানো হয় নি পোস্ট অফিসের তরফ থেকে। কোন নোটিশও দেওয়া হয়নি। এদিকে ঘুমিয়ে কাদা ডাক কর্মীরা।