বিষ খেয়ে আত্মঘাতী হল এক যুবক। এই ঘটনায় সোমবার আনুমানিক বিকাল ৪টা নাগাদ শোকের ছায়া নেমে আসে মঙ্গলকোটের কলাইডাঙ্গায়। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম জুয়েল দাস (২৪)। মঙ্গলবার জুয়েল দাস বিষ খেলে তাকে তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য মঙ্গলকোট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল জুয়েল দাসের মৃত্যু হয়।তারপর এদিন সেখানেই তার মরদেহের ময়নাতদন্ত করা হয়।