উত্তর ত্রিপুরা পুলিশ বিপুল পরিমাণ বিদেশি সিগারেট আটক আনন্দবাজার নাকা পয়েন্টে। ২৮ আগস্ট বৃহস্পতিবার উত্তর ত্রিপুরা জেলার আনন্দবাজার নাকা পয়েন্ট এলাকায় গোপন খবরের ভিত্তিতে একটি গাড়ী থেকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার করে। যানা যায় পুলিশ TR-05J-1919 নম্বরের বুলেরো পিকাম গাড়ীকে আটক করে। তল্লাশির পর গাড়ি থেকে ১২৯ কার্টন বার্মিজ সিগারেট উদ্ধার করা হয়। প্রতিটি কার্টনে ছিল ১০,০০০টি সিগারেট, যার বাজারমূল্য প্রায় ৭০ লক্ষ টাকা।