গঙ্গা নদীর জলস্তর বাড়তে নতুন করে তীব্র ভাঙ্গন শুরু হয়েছে পশ্চিম রতনপুর গ্রাম জুড়ে। গ্রামের এক প্রান্তের অংশ ইতিমধ্যে নিশ্চিহ্ন হয়েছে। ঘরবাড়ি হারিয়ে ফেলা পরিবারগুলো বাঁধের ওপরে আশ্রয় নিয়েছে। আরো যে সমস্ত অন্য প্রান্তে বাড়িঘর ছিল সেগুলিও ভেঙে তলিয়ে যাওয়ার আশঙ্কায় নিজেরাই বাড়িঘর ভেঙ্গে ফেলছে পরিবার গুলি। সরকারি ত্রাণ সঠিকভাবে না পাওয়ার কারণে ক্ষোভে ফুসছেন এলাকাবাসী। সঠিকভাবে কাজও করা হচ্ছে না বলেই অভিযোগ। তীব্র হাহাকার গ্রামবাসীদের মধ্যে।