এলাকার বেকার যুবক যুবতীদের অবিলম্বে কাজে নিয়োগ সহ বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে DVCর রঘুনাথপুর থার্মাল পাওয়ার সাপ্লাই কারখানার মূল গেট আটকে বিক্ষোভ দেখায় এলাকার বাসিন্দারা।এদিন ঐ বিক্ষোভ কর্মসূচিতে এলাকার ছয়টি গ্রাম পঞ্চায়েত নীলডি, বড়রা, রায়বাঁধ, গুণিয়াড়া, নতুনডি,ও খাজুরা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয় দলমত নির্বিশেষে।