শনিবার বিকালে পূর্ববর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার অধীনে মালম্বা বাজার চৌমাথা এলাকায়, টোটোর সঙ্গে মোটরবাইকের সংঘর্ষের গুরুতর জখম ২ প্রত্যক্ষদর্শীরা জানান, বন্ডুল থেকে একটি টোটো আসছিল কুসুম গ্রামের দিকে আর ঐ টোটোর পিছনে একটি মোটর বাইক কুসুম গ্রামের দিকে যাচ্ছিল, সেই সময়, হঠাৎ করে মালম্বা বাজারে চৌমাথায় টোটোওয়ালা টোটোগাড়ি টি ঘোড়াতে গেলে মোটরবাইকের সঙ্গে সংঘর্ষ হয়।