দক্ষিন ২৪ পরগনার গোসাবা ব্লকের সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত লাহিরিপুর GPর লাহিরীপুরে অষ্টমীর রাতে বাইক নিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক কিশোর বাইক চালকের।মৃতের নাম কিঙ্কর সরকার বয়স ১৬।মৃত কিশোরের বাড়ি লাহিরীপুর GPর জোহর কলোনীতে।স্থানীয় সূত্রে খবর মৃত কিশোর মঙ্গলবার রাতে যখন বাইক নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছিল।সেই সময় লাহিরীপুরের কাছে একটি গাছে স্বজরে ধাক্কা মারে।তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে