আসন্ন পুজোয় বাংলা সিনেমা রঘু ডাকাত সিনেমা হলে আসবে। বাংলা সিনেমা রঘু ডাকাতের প্রোমোশন করতে শনিবার সন্ধ্যায় ছয়টায় বালুরঘাটে আসেন দেব সহ রঘু ডাকাতের পুরো টিম। রঘু ডাকাত সিনেমার পুরো টিম এদিন বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে আসে। দেব ছাড়াও এদিন ইধিকা, সোহিনী, অনির্বাণ, ওম ও পরিচালক ধ্রুব ব্যানার্জি সহ সিনেমার অন্যান্য কলাকুশলীরা প্রচারের জন্য বালুরঘাটে আসেন। দেব ও অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের দেখতে উত্তমাশা এলাকায় ব্যাপক ভিড় ছিল।