খাপসার ডাঙ্গা বাজার এলাকায় মোবাইলের দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দোকানে চুরির বিষয় নিয়ে অভিযোগ দায়ের হয়েছে শামুকতলা রোড পুলিশ ফাঁড়িতে এমনটাই জানা গেছে পুলিশ সূত্রে বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ। যদিও অভিযোগ হওয়ার আগেই চুরির খবর শুনে ঘটনার তদন্ত শুরু করেছেন শামুকতলা রোড ফাঁড়ি পুলিশ। যদিও মোবাইলের দোকানের মালিক সুমন্ত পন্ডিত জানিয়েছেন ঘরের টিনের চাল কেটে দুষ্কৃতী ঘরে ঢুকে দোকানে থাকা মোটা অংকের টাকা নিয়ে পালিয়েছে।