আজ হাঁসখালীর ভায়না স্টেশন সংলগ্ন রাধাগোবিন্দ মন্দিরে রাধাস্টমী পালিত হচ্ছে, শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীর পর আজ রাধাষ্টমী উৎসব, একদিকে বড়ো বড়ো মন্দিরের পাশাপাশি ছোট ছোট মন্দির গুলোতে চলছে এই উৎসব আর সেই উপলক্ষে হাঁসখালীর ভায়না স্টেশন সংলগ্ন নেতাজী বাজারে রাধাগোবিন্দ মন্দিরেও বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে এই উৎসব, এই উৎসব উপলক্ষ্যে মন্দিরের এক সদস্য আজ রাজ ৮ টা নাগাদ আমাদের ক্যামেরার সামনে কি প্রতিক্রিয়া দিলেন শোনাবো আপনাদের।