বলরামপুর বিধানসভার বলরামপুর ১ নং মণ্ডলের পক্ষ থেকে রাঁচি রোডের রায় বাঘিনী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো স্বচ্ছ ভারত অভিযান। একইসঙ্গে একটি বিশেষ পূজার আয়োজন করা হয়এদিন দুপুরে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বলরামপুর ১ নং মণ্ডলের সভাপতি বিশাল দুবে, জেলা সাধারণ সম্পাদক জলধর মাহাত, জেলা সম্পাদক রথীন্দ্রনাথ মাহাত, তড়িৎ মাহাতসহ বিভিন্ন বুথের কর্মী-সমর্থকরা।