This browser does not support the video element.
নলহাটি ১: আজ মহা ষষ্ঠীতে শুভ উদ্বোধন হয়ে গেল নলহাটি আশ্রমপাড়া বিবেকানন্দ ক্লাবের সার্বজনীন দুর্গাপূজো মন্ডপের
Nalhati 1, Birbhum | Sep 28, 2025
আজ মহা ষষ্ঠীতে শুভ উদ্বোধন হয়ে গেল নলহাটি আশ্রমপাড়া বিবেকানন্দ ক্লাবের সার্বজনীন দুর্গাপূজো মন্ডপের, আজ রবিবার রাত্রে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হলো নলহাটি আশ্রমপাড়া বিবেকানন্দ ক্লাবের সার্বজনীন দুর্গাপূজো মন্ডপের। ফিতে কেটে ও প্রদীপ প্রজলন করে পূজো মন্ডপের শুভ উদ্বোধন করলেন শিবম ফিল্ম প্রোডাকশনের কর্ণধার প্রযোজক তথা অভিনেতা বাজন যাদব, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলহাটি ব্যবসায়ী সমিতির সম্পাদক সৌমেন ঘোষ।