সাপের কামড়ে মৃত্যু হল এক মহিলার। ঘটনা শনিবার বান্দোয়ানের রোলাডি গ্রামের।জানা গেছে, এদিন বিকেলে নিজের বাড়িতে আচমকাই মহিলাকে ছোবল মারে সাপে। চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় মহিলার। মৃতের নাম ভবানী মাহাতো(৪৮)।