গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ১২০টির মতো গাঁজার গাছ নষ্ট করলো ময়নাগুড়ি থানা ও ভোটপার্টি ফাড়িথানা পুলিশ । ময়নাগুড়ি থানার ব্রহ্মপুর খাগেরবাড়ি এলাকায় দীর্ঘদিন থেকে অবৈধভাবে চলছে গাঁজা চাষ । । বৃহস্পতিবার বিকেলে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খান্ডাবাহাল প্রেস বিজ্ঞপ্তিতে জানান এদিন গোপন সূত্রের খবর পেয়ে গাজা চাষের বিরুদ্ধে একটি অভিযান চালানো হয় । প্রায় ১২০টি গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে । গোপন সূত্রে খাবারের ভিত্তিতে যেসব বাড়িতে গাঁজা আছে