দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানা এলাকায় এক নাবালিকাকে উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার গভীর রাতে থানার অন্তর্গত এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় তাকে। খবর পেয়ে কুমারগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নাবালিকাকে উদ্ধার করে। পরে বুধবার দুপুরে তাকে কুমারগঞ্জ চাইল্ড ওয়েলফেয়ার কমিটির (CWC) হাতে তুলে দেওয়া হয়। সিডব্লিউসি সূত্রে বিকেল চারটা নাগাদ জানানো হয়েছে, ওই নাবালিকার পরিচয় জানার চেষ্টা চলছে।