চেন্নাই কাজ করতে গিয়ে আত্মহত্যা করা ভাতখলার অভিজীত দাসের বাড়ীতে যান CPIM নেতৃত্ব।৮ সেপ্টেম্বর বিকাল ৪ ঘটিকায় সিপিআই(এম) ত্রিপুরা রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সূদন দাস অভিজীত দাসের বাড়ীতে যান, পরিবার পরিজনদের সমবেদনা জানান, সাথে ছিলেন সিপিআই(এম) নেতা পরিমল দাস।জানা যায় রাজ্যের কাজ নেই তাই কাজের সন্ধানে চেন্নাই যান বিলোনিয়া মহকুমার ভাতখলার অভিজিৎ দাস