জামবনি ব্লকের তৃনমূল নেতা শহীদ চন্দন ষড়ঙ্গীর অষ্টম স্মরণসভা পালন করল তৃনমূল কংগ্রেস। বৃহস্পতিবার জামবনি ব্লকের দুবড়াতে জামবনি ব্লক তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল সহকারে শহীদ স্মরণ অনুষ্ঠান হয়। জানা গেছে ২০১৮ সালের আজকের দিনে দুষ্কৃতীদের হাতে খুন হন জামবনির তৃনমূল নেতা চন্দন ষড়ঙ্গী। এদিন দুপুর নাগাদ দুবড়াতে মিছিল সহকারে এবং স্মরণ সভার মধ্যদিয়ে শহীদ চন্দন ষড়ঙ্গীর অষ্টম স্মরণসভা পালন করল তৃনমূল।