বাগডোগরা বিবাদী নাট্য বহুমুখী সংস্থার ৫৪ তম বর্ষে এ বছরের বিশেষ আকর্ষণ প্রথা। মাটির প্রদীপ, পুজোর ঘট ইত্যাদি পূজোর সামগ্রী দিয়ে তৈরি হবে পূজা মন্ডপ। রবিবার জাঁকজমকভাবে খুঁটি পূজার মাধ্যমে মন্ডপ তৈরির কাজ শুরু হল। কমিটির সদস্যরা জানান, প্রত্যেক বছরের মতো এ বছরও দর্শকদের মন কাড়বে এই পুজো। প্রায় ৭ লক্ষ টাকা বাজেটে তৈরি হচ্ছে পূজা মন্ডপ। প্রতিমা ও আলোকসজ্জাতেও থাকছে বিশেষ চমক।