সোমবার শীতলকুচি কৃষক বাজার সংলগ্ন রাজ্য সড়কে দুইটি বাইকের সংঘর্ষে গুরুতর জখম হয় দুইজন। জানা যায় একটি বাইক শীতলকুচির দিকে যাচ্ছিল এবং অপর বাইকটি কৃষক বাজার থেকে বেরিয়ে রাজ্য সড়ক হয়ে শীতলকুচির দিকে যায় এমন সময় বাইক দুটির মধ্যে সংঘর্ষ হয় এতে দুই বাইক আরোহী আহত হয়। স্থানীয় পথ চলতি মানুষরা আহতদের উদ্ধার করে শীতলকুচি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে কোচবিহারের রেফার করা হয় বলে জানা গেছে।