মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ পাড়া ব্লক কৃষক বাজারে দলগত ভাবে চাষের এক দিবসীয় প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো। আতমা প্রকল্পের অধীনে এই প্রশিক্ষণ শিবির করা হয়। পাড়া ব্লক এলাকার ৫০ জন চাষীদের নিয়ে এই প্রশিক্ষণ শিবির করা হয়। উপস্থিত ছিলেন পাড়া ব্লক মুখ্য কৃষি অধিকর্তা দীনবন্ধু সর্দার, পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুম্ভকার,আতমা কমিটির চেয়ারম্যান সীমা বাউরি,বি এল ডি ও অনিক বিশুই, বিশিষ্ট সমাজসেবী বীরেন মুখার্জী সহ অন্যান্যরা।