কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে রাজ্য জুড়ে নতুন আঙ্গিকে শুরু হলো ২০২৫ উচ্চ মাধ্যমিক পরীক্ষা।জেলায় মোট উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ২৫,৮,৭৭ জন। যার মধ্যে ছাত্র ১২,৫,৪৯ জন এবং ছাত্রী১৩,৩,২৮ জন। অর্থাৎ জেলায় ছেলেদের তুলনায় মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ৭৭৯জন বেশি।৪০টি মেইন সেন্টার সহ জেলায় মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৭৭ টি।