জনসংযোগে গিয়ে এলাকাবাসীদের চপ,পিঁয়াজি, চিকেন পকোড়া নিজে হাতে পরিবেশন করে খাওয়ালেন ডেবরার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর। শনিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৮ নং গোলগ্রাম গ্রাম পঞ্চায়েতের খাঁজুরি এলাকায় উপস্থিত হন বিধায়ক। একটি স্কুলের বাউন্ডারি ওয়াল করার জন্য জায়গা পরিদর্শন করেন তিনি।আর তার পাশেই ছিল তেলেভাজা দোকান। আর সেই দোকান থেকেই চপ,পিঁয়াজি,চিকেন পকোড়া কিনে নিজে হাতেই শতাধিক মানুষের হাতে পরিবেশন করলেন।পাশাপাশি এলাকার সমস্যার কথাও জানলেন তিনি।