হাড়োয়া ব্লকের কামারগাথী এলাকায় বাচ্চাদের ঝামেলাকে কেন্দ্র করে প্রতিবেশীদের হাতে আক্রান্ত হলেন এক গৃহবধূ। বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ অভিযুক্ত তিনজন প্রতিবেশীর বিরুদ্ধে হাড়োয়া থানায় লিখিত অভিযোগ করেন আক্রান্ত গৃহবধূ। আক্রান্ত গৃহবধূ রাজিয়া বিবির দাবি, বাচ্চাদের ঝামেলাকে কেন্দ্র করে অভিযুক্ত প্রতিবেশীরা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং গলা টিপে খুনের চেষ্টা করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসেন হাড়োয়া গ্ৰামীণ হাসপাতালে।