পারিবারিক বচসার জেরে বাবার ছুরিকাঘাতে মৃত্যু হল ছেলের। কালচিনি ব্লকের মেচপাড়া চা বাগানের ঘটনা।মৃতের নাম দিওয়াশ কচ্ছপ (২৮)। শুক্রবার দুপুর ২ টা নাগাদ মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠালো কালচিনি পুলিশ। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে নিজের বাবার সাথে কোনো এক বচসার জড়ায় যুবক। এরপরই সেই বচসার জেরেই ছেলের বুকে ছুরি দিয়ে আঘাত করে বাবা। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় দিওয়াশকে লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।