খড়গপুর পৌর এলাকার ১৮ নম্বর ওয়ার্ডে পানীয় জনসংকট দীর্ঘ পুরনো। সেই সংকট মেটাতে তৃণমূলের কাউন্সিলর পূজা নাইডুর উদ্যোগে সাবমারসিবল বসানোর কাজ শুরু হল সোমবার। তাতে সঙ্গ দিয়ে পাইপলাইন বিছানোর জন্য অর্থ বরাদ্দর কথা ঘোষণা করলেন বিজেপির বিধায়ক হিরণ চ্যাটার্জী।