শান্তিপুরের সাহেবডাঙ্গায় যুবক খুনের ঘটনায় ২ জন মূল অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্বিন্যাসে অতিরিক্ত পুলিশ সুপার, গত ১০ দিন আগে শান্তিপুরের সাহেবডাঙ্গায় খুন হন আনুমানিক ৩৭ বছরের হাসিম মন্ডল, তাঁর পরিবারের তরফে তাঁর জামাইবাবু জানান যে, টাকার জন্যই খুন হন হাসিম মন্ডল, আর এই বিষয়ে শান্তিপুর থানার পুলিশ প্রথমে ২ জন তারপর আরো ২ জনকে গ্রেফতার করে কোর্টে পাঠায় আর আজ গ্রেফতার হওয়া ২ জন আশরাফুল শেখ এবং স্বপন মণ্ডলকে নিয়ে শান্তিপুর থানার পুলিশ ও রানাঘাট পুলিশ জেল