দু নম্বর পুরো স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন এলেন এনকোয়াসের দুই প্রতিনিধি। পুরো স্বাস্থ্যকেন্দ্র গুলিকে জাতীয় স্তরে স্বীকৃতি দেওয়ার জন্য এনকোয়াসের পক্ষ থেকে পরিদর্শন করা হচ্ছে। সেইমতো দুই প্রতিনিধি এদিন হুগলী চুঁচুড়া পৌরসভার কারবালা মোড়ে দু নম্বর পুরো স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন। দুদিন ধরে তারা এই স্বাস্থ্য কেন্দ্রের সমস্ত কিছু পর্যবেক্ষণ করবেন।