বিগত কিছুদিন ধরে জল বাড়ছে জলঙ্গি নদীতে, এর ফলে নদীর তীরবর্তী এলাকার চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনকি গোপীনাথপুর পঞ্চায়েতের নদী তীরবর্তী বেশ কিছু এলাকায় ভাঙ্গনও দেখা যায়। বুধবার পলাশীপাড়া থানার পক্ষ থেকে পলাশীপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুমিত ঘোষ আধিকারিকদের নিয়ে নদীপথে এলাকা পরিদর্শন করলেন। এদিন গোপীনাথপুর সাহেবনগর এবং পলাশীপাড়া পঞ্চায়েতের অন্তর্গত নদী তীরবর্তী গ্রামগুলি এবং চাষের জমি পর্যবেক্ষণ করেন।