কাটোয়া আহমদপুর রেল রুটে বুধবার হয়ে গেল পূর্ব রেলওয়ের তরফে রেলের উচ্চ পর্যায়ের অফিসার দের নিয়ে বিশেষ ইনস্পেকশন। এদিন কীর্ণাহার রেল গেট থেকে দেখা গেছে আহমদপুর রেল স্টেশন থেকে কাটোয়া রেলস্টেশন ও কাটোয়া থেকে আহমদপুর রেল স্টেশন পর্যন্ত করা হয় ওই ইনস্পেকশন। জানা গেছে, সংশ্লিষ্ট রেল রুট টি ঠিক ঠাক রয়েছে কিনা ও দ্রুততার সাথে ট্রেন চলাচল করলে কোন রকম সমস্যা হবে কি না এবং কতটা গতিতে ওই রুটে ট্রেন চলাচল করতে পারবে মূলত তা নিয়েই ওই ইনস্পেকশন বলে জানা গেছে।