সারা বিশ্বের সাথে হবিবপুর ব্লকের আইহোতে সাড়ম্বরে বিশ্বনবির জন্ম দিবস পালন করা হয়। পবিত্র দিনটিকে সামনে রেখে আইহো এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষজন একসঙ্গে সমবেত হয়ে ধর্মীয় জুলুস আয়োজন করে,তাদের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য জুলুস পরিক্রমা করল গোটা আইহো এলাকা বিকেল চারটে নাগাদ, প্রথমে চাঁদপাড়া ভাঙ্গা মসজিদ থেকে রেলি বের করেন সেখান থেকে চৌধুরীপাড়া মসজিদে যান এরপর বক্সীনগর লালচাঁদপুর বিভিন্ন মসজিদে গিয়ে দুয়া প্রার্থনা করেন।