বৃহস্পতিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের পিংলা ব্লক অফিসে পিংলা ব্লকের অন্তর্গত পিংলা ব্লক এর অন্তর্গত নবী দিবস উদযাপন কমিটিগুলিকে নিয়ে বিশেষ বৈঠক হলো। যেখানে উপস্থিত ছিলেন পিংলা থানা ওসি চিন্ময় প্রামাণিক, পিংলা ব্লকের বিডিও সহ অনান্যরা। এদিন নবী দিবস উদযাপন কমিটি গুলিকে রাজ্য সরকারের নির্দেশিকা জানিয়ে দেওয়া হয়।