খানাকুলের চক্রপুর এলাকায় রামনবমী উপলক্ষে বজরংবলীর পূজা অনুষ্ঠান আয়োজিত হলো। এদিন সকালে এই পূজা কে কেন্দ্র করে খানাকুলসহ পাশাপাশি বিভিন্ন এলাকার ভক্তদের ঢল নামে খানাকুলের চক্রপুর এলাকায়। চক্রপুর এলাকায় এই পূজা অনুষ্ঠান ৮ বছর যাবৎ ধরে চলে আসছে বলে জানা গেছে।