বিদায়ের আগে মাকে বরণ করে চলল সিঁদুর খেলা। আজ বিজয়া দশমী। মণ্ডপে মন্ডপে চলছে মাকে বিদায়ের জন্য তোরজোর। মহিলারা বরণডালা হাতে মাকে বরণ করলেন। বরণ শেষে নিজেদের মধ্যে চলল সিঁদুর খেলা। শুধু সিঁদুর খেলাই নয় ঢাকের বাদ্দির সাথে চলল নাচ। এমনই ছবি উঠে আসলো চুঁচুড়ার এখন বাজার সার্বজনীনের পূজা মন্ডপ থেকে।