বাগুইহাটিতে স্থানীয় একটি পুকুর থেকে এক ব্যবসায়ী দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। সূত্র মারফত জানা গিয়েছে ওই ব্যবসায়ীর নাম বিশ্বজিৎ সাহা, তিনি হাবরার বাসিন্দা। ভিআইপির রঘুনাথপুরে তার একটি ফলের দোকান ছিল। জানা গিয়েছে শেষ সোমবারে তিনি ফলের দোকানে গিয়েছিলেন এবং তারপর থেকে ওই ব্যবসায়ীর আর কোন খোঁজ পাওয়া যায়নি। বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরাও দুশ্চিন্তায় ছিলেন। শেষ পর্যন্ত বুধবার সকালে দোকানের থেকে কিছুটা দূরে পুকুরে একটি দেহ ভাসতে দেখেন স্থানীয়রা।