Canning 1, South Twenty Four Parganas | Aug 26, 2025
ক্যানিংয়ের জয়দেব পল্লী গনেশ পুজা উৎসব কমিটির পুজো এবার নবম বর্ষে পদার্পণ করেছে। প্রতি বছর বাল গনেশের মূর্তি তাঁদের পুজোর অন্যতম আকর্ষণ থাকে। এই গনেশ মূর্তি দেখতে দূর দুরান্ত থেকে মানুষ প্রতিবার এই পুজোতে আসেন। মঙ্গলবার ক্যানিংয়ের মৃৎ শিল্পী রাজু সিনহার হাতে রূপদান শেষে সেই বাল গনেশের বিশালাকার মূর্তি নিয়ে উদ্যোক্তারা মণ্ডপের উদ্দেশ্যে রওনা দেন বিকেল পাঁচটা নাগাদ। আর এই মূর্তি একবার দর্শন করতে এলাকার সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সকলেই মন খু