দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের আমতলী GPর মৌখালীতে ১০৯ নং বুথের তৃণমূলের নেতৃত্ব কর্মী সমর্থকদের নিয়ে সাংগঠনিক বৈঠক করলেন আমতলী GP প্রধান অঞ্জলী সরদার ও অঞ্চল তৃনমূল সভাপতি রঞ্জন মন্ডল সহ অঞ্চল তৃনমূল নেতৃত্বরা।মূলত আগামী ২০২৬শে রাজ্যে যে বিধান সভা নির্বাচন রয়েছে তাঁর আগে এই বুথে দলীয় সাংগঠনিক ভীতকে শক্তিশালী ও মজবুত করতে এই বৈঠকের আয়োজন করা হয়।