ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতি দশম সাব্রুম মহকুমা সম্মেলন অনুষ্ঠিত হয় সিআইটিইউ সাব্রুম মহকুমা অফিসে।৫ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১ ঘটিকায় পতাকা উত্তোলন, শহীদবেদীতে মাল্যদানের মাধ্যমে শুরু হয় সম্মেলন।এই সম্মেলনে সাব্রুম মহকুমার বিভিন্ন জায়গা থেকে তপশিলি জাতি অংশের মানুষ সামিল হয়।সম্মেলনে গত তিন বৎসরের সফলতা দূর্বলতাগুলি আলোচনা করা হয়।দূর্বলতাগুলি কাটিয়ে আগামীদিনে সংগঠনকে শক্তিশালী করার উপর জোর দিয়ে আলোচনা করা হয়