জন্মদিন উপলক্ষ্যে নৌকাবিহারে ডুবে মৃত্যু শিক্ষক ও শিক্ষার্থীর। মৃত্যু হল কোচিং সেন্টারের শিক্ষক সুমন্ত ঘোষাল (২৯) ও নির্মল ঘোষ (২১) নামে এক শিক্ষার্থীর। কাটোয়ার পানুহাটের বনদীঘি এলাকার হাটগাছা দিঘিতে রবিবার বিকেলের ঘটনা। জানা গেল, কাটোয়ার মুস্থুলি গ্রামের একটি কোচিং সেন্টারের শিক্ষার্থী শুভম হালদারের জন্মদিন ছিল রবিবার। সেই জন্মদিন উদযাপন উপলক্ষ্যে শিক্ষক সুমন্ত ঘোষালের নেতৃত্বে ৯ জন শিক্ষার্থী দিঘির পাড়ে হাজির হন।