রেল শ্রমিকদের দাবি নিয়ে সরব হলো ভারতের সবচেয়ে প্রাচীন শ্রমিক সংগঠন এ আই টি ইউ সি। রবিবার বিকেলে এ আই টি ইউ সি অনুমোদিত ঝাড়গ্রাম রেল সাইডিং মজদুর ইউনিয়ন- এর ডাকে শ্রমিকদের একটি বিরাট মিছিল ঝাড়গ্রাম শহর পরিক্রমা করে। কেন্দ্রের নতুন শ্রম কোড বাতিল, সকল শ্রমিকদের বোনাসের দাবিতে সোচ্চার হন মিছিলে অংশগ্রহণকারীরা।এই মিছিলে নেতৃত্ব দেন গুরুপদ মন্ডল, বিকাশ সরঙ্গি, বিজয় দাস, স্বপন বিষুই সহ অন্যান্য নেতৃত্ব।