হাইলাকান্দিতে এমারতে শরীয়াহ ও নদওয়াতুত তামিরের গোলালিয়া আঞ্চলিক নদওয়ার ক্বাজীয়ে শরিয়ত তথা প্রখ্যাত শিক্ষক আনোয়ার হোসেন লস্কর ষ্ট্রোকে আক্রান্ত হলে উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটি নিয়ে যাওয়ার পথে রাতাছড়ায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তাই এ খবর ছড়িয়ে পড়তেই আজ সোমবার হাইলাকান্দি জেলাজুড়ে শোকের ছায়া নেমে আসে। এ নিয়ে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী,রামচন্ডি নিমাইচান্দপুর জেলা পরিষদ সদস্য