কোলাঘাট ব্লকের বৃন্দাবনচক সৃধ্যায় এক ও দুই করনাডিহি তুলসী টা সহ প্রায় ৫০ টি গ্রাম দীর্ঘদিন জলনিকাশ সমস্যার সমাধান না হাওয়ায় এলাকার মানুষ জলবন্দি হয়ে রয়েছেন | ফুল সবজি মাছ চাষে ক্ষতি হচ্ছে |তাই এলাকার স্থায়ী সমস্যার সমাধানের দাবিতে কৃষক সংগ্রাম পরিষদের উদ্যোগে বিডিও অফিস অভিযানের কর্মসূচি গ্রহণ করা হয়।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক নারায়ণচন্দ্র নায়েক সভাপতি গোপাল সামন্ত সহ-সম্পাদক সুদর্শন খাটুয়া সহ অন্যান্য