রবিবার মালুয়ায় উমরপুর রাজাটিলার জেলা পরিষদের সদস্য জিল্লুর নূর চৌধুরী বলেন,আগামীকাল মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা পাথারকান্দিতে আসছে,তাই সড়কের গর্ত ভরাট করছে বিভাগীয় কর্তৃপক্ষ। তিনি আরও বলেন,শ্রীভূমি থেকে বদরপুর যাওয়ার পথে বিভিন্ন জায়গায় সড়কের গর্ত রয়েছে। এ নিয়ে শাসকদলের মন্ত্রিসহ বিধায়করা চুপ রয়েছিল। কিন্তু আগামীকাল আর মুখ্যমন্ত্রী আসছেন বলে নাকি এই গর্তগুলো ভরাট করা চলছে বলে অভিযোগ করেন জিল্লুর।