নানুরের বাদশাহী সড়কের পালিতপুর মোড়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মালবাহী গাড়ির চালকের। জানা গিয়েছে, মৃত ব্যক্তি বছর (৩৭) তন্ময় মণ্ডল, বাড়ি পূর্ব বর্ধমান জেলার নারাগোহালিয়া এলাকার বাসিন্দা। রাস্তার পাশে বসে থাকার সময় ওই ব্যক্তি কে পিষে দেয় একটি ডাম্পার।ঘটনাটি ঘটেছে রবিবার সকালে নানুরের পালিতপুর মোড়ে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আদা বোঝাই একটি মালবাহী গাড়ি নিয়ে এসে ঐ স্থানে গাড়ি দাঁড় করিয়ে, চালক ও তার সহকারী রাস্তার পাশেই বসে ছিলেন।