কালচিনি ব্লকের দক্ষিণ সাতালি গ্রামে দেখা গেল মা দুর্গার ভিন্ন রূপ। এমনকি মায়ের সঙ্গে তাঁদের সন্তানদের ভিন্ন পোশাকে দেখা যাবে। মেন্দাবাড়ির দক্ষিণ সাঁতালি কার্জীপাড়া এলাকায় মেচ রমণী রূপেই পূজিতা হন মা দুর্গা। তিনি এবং তার পরিবারের সকলকে দেখা যায় মেচ জনজাতির সাজে দক্ষিণ সাঁতালির কার্জিপাড়া এলাকায় দেবী মা একজন মেচ রমণী। দেবী দুর্গা, লক্ষী ও সরস্বতী মেচ সম্প্রদায়ের রমণীর পোশাক পড়ে থাকেন। কার্তিক ও গণেশের পরণেও তাই।