E-বিস্তারকদের নিয়ে বিজেপির বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হল। মঙ্গলকোটের চানকের বারুইপুর বৃহস্পতিবার আনুমানিক বিকাল ৫টা নাগাদ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় মন্ডল কমিটির সভাপতি কার্তিক বাগ, মন্ডল বিস্তারক সৌমেন মুখোপাধ্যায় সহ অনান্যরা। জানা গিয়েছে, দলীয় একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এদিনের বৈঠকে আলোচনা করা হয়।