কন্যা সন্তান জন্মগ্রহণের পর এ এক অভিনব কায়দায় স্বাগত জানাতে শহর বর্ধমানের নবাবহাট এলাকার নার্সিংহোমে উপস্থিত হল খণ্ডঘোষ থানার নহাট গ্রামের পরিবার। পরিবারের কর্তা সেখ শাহজাহান জানিয়েছেন আগের দিনের মানুষের ধারণা ছিল পুত্র সন্তান হলে বলতো সোনার আংটি তবে এখন হীরের আংটি কন্যা সন্তান। তাদের পরিবারে কন্যার সন্তান ছিল না তাই তার পুত্র সেখ সামিন ও পুত্রবধূ রিফা সুলতানের কন্যা সন্তান হওয়াতে খুশির হওয়া পরিবারের মধ্যে।