ক্ষনিকের বৃষ্টিতেই জলমগ্ন হয় খড়গপুর, শহরের দু নাম্বার ওয়ার্ডের সমস্যা দীর্ঘদিনের। বিধায়ককে কাছে পেয়ে অভিযোগ জানালো ওয়ার্ডবাসি। খড়গপুর পৌরসভার অন্তর্গত দু নাম্বার ওয়ার্ড পরিদর্শনে যান খড়্গপুরের বিজেপি বিধায়ক ডক্টর হিরণময় চট্টোপাধ্যায়। বিধায়ককে কাছে পেয়েই এলাকার অব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ওয়ার্ড বাসিরা। এদিন এলাকায় দেখা যায় বেহাল অবস্থা নিকাশী নালার, আগাছায় পরিপূর্ণ নর্দমা, নর্দমা ভর্তি হয়ে রাস্তার ওপর জমেছে নোংরা জল।