পূজার প্রাক্কালে রাজ্যজুড়ে বৃদ্ধি পেয়েছে চুরি কান্ড এবং ড্রাগসের পাচার কার্য ।এর সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে জুয়া খেলাও। মঙ্গলবার রাতে বটতলায় হানা দিয়ে সাত এন্ডিং জুয়ারীকে গ্রেফতার করলো পশ্চিম থানার পুলিশ।পুলিশি অভিযানে উদ্ধার নগদ টাকা সহ জুয়া খেলার কিছু সামগ্রী।