মঙ্গলবার পানিসাগরস্থিত আঞ্চলিক শারীর শিক্ষা মহাবিদ্যালয়ের ডাঃ অরুণাভ রায় সিন্থেটিক অ্যাথলেটিক ট্র্যাকে অনুষ্ঠিত রাজ্যভিত্তিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান। উত্তর ত্রিপুরা জেলা স্কুল স্পোর্টস বোর্ডের উদ্যোগে আয়োজিত বালক ও বালিকাদের অনূর্ধ্ব ১৪, ১৭ ও ১৯ অ্যাথলেটিক বিভাগের এই প্রতিযোগিতার উদ্বোধনী আসরে পানিসাগরের বিধায়ক বিনয় ভূষণ দাস, রাজ্যের মন্ত্রী টিংকু রায় সহ অন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।